নিজ মাদ্রাসার হুজুর মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর হত্যা
সানজিদা রশিদ (মিম) বাবা মায়ের সাথে বসবাস করতো রাজধানীর রামপুরা। এলাকায় স্কুল থেকে অষ্টম শ্রেণী পাস করার পরে ইসলাম ও দীনে শিক্ষার জন্য অনেক আশা নিয়ে বাবা মা ভর্তি করিয়েছিল রাজধানী রামপুরা মহিলা হাফেজিয়া মাদ্রাসায়, কিন্তু বছর না যেতেই মাদ্রাসার শিক্ষক নামের কলষ্ক হুজুর হায়নারের কুনজর পরে মেয়েটির উপর।
হায়নার ছোবল থেকে বাঁচতে পারেনি নিষ্পাপ মেয়েটি।
ধর্ষণের পর হত্যা করে গলায় ওরনা পেচিয়ে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেয় হুজুর নামের কলষ্ক পাষন্ড ঘাতক।
এটা কোন আত্মহত্যা নয় এটা হত্যাকান্ড আমরা ( মিম)হত্যার বিচার চায়, ঘাতক হুজুরের ফাঁসি চাই। ঘাতক হুজুরের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন রামপুরা থানা ৯৮ নং ওর্য়াড আওয়ামীলীগের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের সদস্য হাজী আকরাম মুকুল ও এলাকার সাধারণ জনগণ।