ফেনীতে তিন দিনেও মেলেনি নিখোঁজ শিক্ষকের সন্ধান
ফেনী হোপ ইন্টারন্যাশনাল স্কুলে সহকারি শিক্ষক মো. আবু সালেহ বিন রহমান ভূঞা সোহেল নিখোঁজ হওয়ার তিন দিনেও (মঙ্গলবার রাত পর্যন্ত) সন্ধান মেলেনি। রোববার দুপুরে ফেনী কিং অব কমিউনিটি সেন্টারে দাওয়াত খাওয়ার পর থেকে সে নিখোঁজ রয়েছে।
নিখোঁজ শিক্ষকের ভাই জিল্লুর রহমান জানান, শহরের নাজির রোডের আনোয়ার উল্যাহ সড়কের আরাফাত ম্যানশনে ভাড়া থাকেন ফেনী হোপ ইন্টারন্যাশনাল স্কুলে সহকারি শিক্ষক মো. আবু সালেহ বিন রহমান ভূঞা সোহেল। রোববার সকাল সাড়ে ৮টার দিকে কর্মস্থলের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। দুপুর ২টার দিকে ফেনী কিং অব কমিউনিটি সেন্টারে দাওয়াত খাওয়ার পর ৪টার দিকে ওখান থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি।
আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজার পরও সন্ধান না পেয়ে সোমবার রাতে ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি করেছে।