ফেনী শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে দুই হোটেল-রেস্তোরার জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে সোমবার দুই হোটেল-রেস্তোরার জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সূত্র জানায়, জেলা প্রশাসনের সহকারী কমিশনার রাজীব দাশ পুরকায়স্থ সোমবার বেলা ১২টার দিকে ভেজাল বিরোধী অভিযানে বের হন। শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের মুসলিম রেস্তোরায় গিয়ে দেখা যায়, নোংরা-অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষন করা হয়। এছাড়া রান্না করা ও কাঁচা মাংস একসাথে ফ্রিজে সংরক্ষণ করে। এসময় ভোক্তা অধিকার আইন লঙ্গণ করায় রেস্তোরাটির ৫ হাজার ও তৎসলগ্ন শিরীন হোটেলের ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে ফেনী পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর কৃষ্ণময় বণিক সহ ব্যাটালিয়ন আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন।