প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি পালন অব্যহত।
দাগনভূঞা ডট কম নিউজ ডেস্কঃ
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্যপরিষদের আহ্ববানে ফেনী জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা ৩ ঘন্টা কর্মবিরতি পালন করেছেন। প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন নির্ধরণের দাবীতে অন্দোলনরত ১৩টি সংগঠনের সমন্বয়ে গঠিত বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্যপরিষদ ডাকে গত সোমবার থেকে কর্মবিরতি পালন করেছেন।
আন্দোলনরত শিক্ষকদের সাথে আলাপ করে জানা যায়, প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন নির্ধরণের সুস্পষ্ট ঘোষণা পর্যন্ত তারা কর্মসূচী পালন করবেন। তারা আরো জানান, পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী আগামী বুধবার অর্ধদিবস এবং বৃহস্পতিবার পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন। উল্লেখ্য সোমবার ফেনীর দাগনভূঞা উপজেলার সকল সরকারী প্রাথমিক বিদ্যালয় সাধারণ ছুটি থাকায় মঙ্গলবার থেকে এই উপজেলার শিক্ষকেরাও স্বতঃস্ফূর্ত ভাবে কর্মসূচীতে যোগ দেন।